
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি সেনাপ্রধান ওয়াকার উজ জামানের একটি বক্তব্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। সোমবার (৬ অক্টোবর) ফেসবুকে সেনাবাহিনীর ভেরিফায়েড পেজে প্রকাশিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত স্টাডি পিরিয়ডে সেনাসদস্যদের আইনগত দায়মুক্তি (Indemnity) ও প্রয়োগ বিষয়ক আলোচনার অংশ হিসেবে এই বিষয়টি উঠে। তবে সেনাপ্রধান কোনোভাবেই গুম, খুন বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেবার কথা বলেননি।
সেনাবাহিনী সতর্ক করেছে, বিদেশে থাকা কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন। দেশের সেনাবাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ক ক্ষুণ্ন করার এই প্রচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :