
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে পাশের দেশ ও ফ্যাসিস্টের দোসরদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় তুলকালাম সৃষ্টি করা হয়েছে, মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি তৈরি করা এবং দেশে অসুরের মুখে দাঁড়ি ব্যবহার—এই দুটি ঘটনা একই সূত্রে গাঁথা। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতা দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন :