• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আশঙ্কা, সারাদেশেই হতে পারে বৃষ্টি: আবহাওয়া অফিস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:৫৫ পিএম
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আশঙ্কা, সারাদেশেই হতে পারে বৃষ্টি: আবহাওয়া অফিস

দেশের সব বিভাগেই আজ কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর–উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি বিহার ও পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় অবস্থায় আছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি শক্তিশালী অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলমান বৃষ্টিপাতের প্রভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাই নদ-নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!