• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

চাপের কাছে নতি স্বীকার নয়’ — ইউএনওদের আইন মেনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:১৩ পিএম
চাপের কাছে নতি স্বীকার নয়’ — ইউএনওদের আইন মেনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির

আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোনো ধরনের চাপ বা প্রেশারের কাছে নতি স্বীকার করা যাবে না। আইন অনুযায়ী নিজস্ব সিদ্ধান্তে অটল থাকতে হবে।”

সিইসি বলেন, “আমরা চাই ব্যক্তি নয়, আইন দ্বারা শাসন (‘রুল অব ল’)। নির্বাচনের সময় যে দায়িত্বই আসুক, তা ন্যায্য, আইনসম্মত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের সময় সমন্বয়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে ইউএনওদের আহ্বান জানান তিনি।

চাপমুক্ত থেকে দায়িত্ব পালনের বিষয়ে সিইসি দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, “নির্বাচন কমিশনও কোনো বেআইনি আদেশ দেবে না, এবং কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না।”

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই প্রশিক্ষণ কেবল আজকের নয়, পুরো ক্যারিয়ারের জন্য প্রযোজ্য। শেখার কোনো শেষ নেই; অর্জিত জ্ঞান অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।”

এ সময় তিনি জানান, আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে, এবং প্রশিক্ষণে কোনো ঘাটতি থাকলে অনলাইনের মাধ্যমে তা পূরণ করা হবে।


Side banner
Link copied!