• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আটক -৭


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৫০ পিএম
সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আটক -৭

পিরাজগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মালশাপাড়া ও হোসেনপুর মহল্লায় সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার( ২১ অক্টোবর) রাতে দুই মহল্লার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বুধবার (২২ অক্টোবর)  সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন - ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই মহল্লায় সাধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। পরে যৌথ বাহিনী এলাকার শান্তি রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রনে ৭ জনকে আটক করে থানায় প্রেরণ করেছেন। এ সময় দেশী অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করেন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানান - দুই মহল্লার সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।


Side banner
Link copied!