
সিলেট - ঢাকা মহাসড়কে ৬ হাজার ৬শ কেজি ভারতীয় জিরা বোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর প্রায় ২ টা ৩০ মিনিটে সময় হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম গোপন সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ানকে অবগত করেন।
অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তদন্ত (ওসি) সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই জহিরুল ইসলাম সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে সিলেট থেকে ঢাকা গামী বড় একটি ট্রাক ( যশোর - ট - ১১ - ৪১৮৯) কে সিগনাল দিয়ে দাড় করা হয় । এসময় চালক ও হেলপার পালানো চেষ্টা কালে দুইজনকে ধৃত করা হয় ।
ফলে ট্রাকের উপরে থাকা সাদা ত্রিপল সরাতেই চোখে পড়ে ভারতীয় জিরা " k.s G old jeera " লেখা । রাত ৯ টা দিকে হবিগঞ্জ ও সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট৷ কমিশানারেট কর্মকর্তা সহ স্থানীয় জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিতিতে ট্রাকে ভর্তি দেখা যায় , ভারত থেকে অবৈধ ভাবে আনা সর্ব মোট ২২০ বস্তা ( ৬ হাজার ৬শ কেজি) ভারতীয় জিরা।
যার আনুমানিক সরকারি মূল্য ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা । কতিপয় ভারতীয় জিরা ব্যবসায়ী হলেন - সিলেট জেলার জকিগঞ্জ থানার মাইজ কান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে চালক মোঃ শাহাবুদ্দিন এবং জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে হেলপার মোঃ আকাশ মিয়া।
কাস্টম ভ্যাট সন্দেহ জনক আটক করে কতিপয় ভারতীয় পণ্য ব্যবসায়ী ট্রাক চালক ও হেলপার। হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, " সিলেট - ঢাকা মহাসড়কে ভারতীয় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে ।
আপনার মতামত লিখুন :