• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

হবিগঞ্জ জেলা কারাগারের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:০০ পিএম
হবিগঞ্জ জেলা কারাগারের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা কারাগারের প্যারেড গ্রাউন্ডে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

 

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি প্রিজন মোঃ আলতাব হোসেন।

 

হবিগঞ্জ কারাগারের জেল সুপার মোঃ মজিবুর রহমান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

 রোববার হবিগঞ্জ সদরের ধুলিয়াখালস্থ জেল খানায় এ অনুষ্ঠান মালা হয়। “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথচ্-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে, ধীরগতিতে-জলতি গতিতে কুচকাওয়াজ, পুরষ্কার বিতরন, কেক কাটা এবং প্রধান অতিথির ভাষন দেওয়া হয়। 

 

প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি প্রিজন মোঃ আলতাব হোসেন বলেন হবিগঞ্জ কারাগারে ৪ শ বন্দী থাকার কথা কিন্তু সেখানে ১২ শ বন্দী। এ আসামীগনকে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন কারাগারে উৎপাদন বিভাগ রয়েছে। এতে টেইলারিং, নার্সিং, কৃষির ব্যবস্থা রয়েছে। মূলত কারাগারকে সংশোধনাগারে রুপান্তর করা হয়েছে।

 


Side banner
Link copied!