• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

হবিগঞ্জে বিনামূল্যে পোষা প্রাণী কুকুর-বিড়ালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন চলছে


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৭:১৪ পিএম
হবিগঞ্জে বিনামূল্যে পোষা প্রাণী কুকুর-বিড়ালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন চলছে

হবিগঞ্জে বিনামূল্যে পোষা প্রাণী কুকুর-বিড়ালের জলাতঙ্ক ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন চলছে । 

হবিগঞ্জ পেট কেয়ারে ৭০টি বিড়াল ও কুকুরকে এ পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে।

 

বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকালে শহরের মোহনপুরে এ ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

 

উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় মাইত্রেুাবায়েলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগ চেয়ারম্যান ডা. শারমিন সুলতানা রয়েল।

 

এ ছাড়া তার সাথে ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের প্রভাষক ডা. গালাউদ্দিন ইউসুপ । 

 

 

 মূল উদ্দেশ্য হলো প্রাণঘাতী জলাতঙ্ক ভাইরাসের প্রতিরোধ এবং এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যে ভাইরাসটি জলাতঙ্ক রোগের সৃষ্টি করে এবং এর কোনো চিকিৎসা নাই। আর এই রোগটি কুকুর-বিড়ালের কামড় বা বিশেষক্ষেত্রে আচড়ের মাধ্যমে মানুষে ছড়ায়। 

 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় মাইত্রেুাবায়েলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগ চেয়ারম্যান ডা. শারমিন সুলতানা রয়েল বলেন

সবচেয়ে আতংকের বিষয় যে জলাতংক হলে ১ সপ্তাহের মধ্যে রোগী মৃত্যু হয়। 

 

জলাতঙ্কের প্রধান সংক্রমণ উৎস হলো আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়। শিয়াল/নেকড়ে, কুকুর, বিড়াল, বেজি, বাদুড়, র‍্যাক্যুন এই ৬টি স্তন্যপায়ী প্রাণী র‍্যাবিস ভাইরাস বহন করে বা করতে পারে। জলাতঙ্কের প্রধান লক্ষণসমূহ মানব ও প্রাণীতে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তবে যেহেতু রোগটি মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র এবং লালাগ্রন্থির সাথে জড়িত তাই এর লক্ষণ গুলোও এর সাথে সামঞ্জস্যপূর্ণ।


Side banner
Link copied!