
রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য ইস্যুতে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের ওপর আরও বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কথা হয়েছে। মোদি তাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবেন। তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়—সম্প্রতি মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানিপণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি ৪০ শতাংশ কমে গেছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন হুঁশিয়ারি ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ককে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সস্তায় তেল কিনে রাশিয়ার অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে ভারত, যা নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।
আপনার মতামত লিখুন :