• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:২৯ পিএম
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন।

সারজিস আলম বলেন,

“যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আমরা অবশ্যই শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে চাই। শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশ নেব এবং এটি আদায় করব।”

তিনি অভিযোগ করে বলেন, শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অযৌক্তিক বিলম্ব ও তালবাহানা করা হচ্ছে, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সারজিস বলেন,

“জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট না করে নির্বাচন দেওয়া হলে তা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নেই, তবে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন,

“অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি ও তরুণ প্রজন্ম মেনে নেবে না।”

সারজিস আলম জানান, এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, কারণ সেখানে মৌলিক সংস্কারগুলো নিয়ে দলের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে।

সভায় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!