
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার তাদের ই-রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ব্যবস্থা চালু করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বিদেশে থাকা করদাতারা এখন থেকে মোবাইল ফোনের পরিবর্তে নিজেদের ই-মেইলে ওটিপি (One Time Password) পেয়ে ই-রিটার্ন সাইটে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।
এর আগে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতাদের নিজ নামে নিবন্ধিত বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো, যা বিদেশে থাকা অনেক করদাতার জন্য জটিলতা তৈরি করেছিল।
এখন থেকে বিদেশে অবস্থানরত করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠিয়ে আবেদন করলে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে।
আবেদন পাঠাতে হবে: ereturn@etaxnbr.gov.bdঠিকানায়।
এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। তবে করদাতাদের নিজেদের আয়, ব্যয় ও সম্পদের প্রমাণপত্র সংরক্ষণে রাখতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, চলতি ২০২৫–২৬ কর বছরে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা ই-রিটার্ন ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থার প্রমাণ।
দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে এনবিআর।
আপনার মতামত লিখুন :