• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

শরীয়তপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর স্বর্ণালংকার লুটপাট


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:৪৪ পিএম
শরীয়তপুরে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর স্বর্ণালংকার লুটপাট

শরীয়তপুরে কিশোর সিয়াম হত্যাকে পুঁজি করে একটি মহল চাঁদা দাবি করে আসছিল।   চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর পরিবারের বসতঘর হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় হামলা কারীদের আঘাতে ৫জন আহত হয়েছে।আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে । গত ২২ অক্টোবর (বুধবার) রাত সাড়ে দশটার দিকে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামে এ ঘটনা ঘটে। 
সবুজ মাদবর ও স্থানীয়রা জানান, জলিল ফকির ও রাসেল তালুকদার গংরা ঐ গ্রামের প্রবাসী রবিউল মাদবরের স্ত্রীর চায়না আক্তার এর কাছে  ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। পরিবারটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রাতে লাল শরিফ সিকদার, ইমান সিকদার, হারুন মাদবর, রবিন মাদবর, ফারদিনসহ ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতঘরে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর,  লুটপাট করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে আহত করে। এসময় হামলাকারীরা স্বর্ণ অলংকার নগদ ৭৫হাজার টাকা এবং টিভি ফ্রিজসহ   প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চাঁদাবাজি ও হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের  দাবি জানিয়েছে।

প্রবাসী স্ত্রী চায়না আক্তার বলেন, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও গৃহস্থালী সামগ্রী ধ্বংস  করে এবং আলমারি থেকে নগদটাকা ও স্বর্ণ  অলংকার লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জলিল ফকির ও রাসেল তালুকদারের সাথে একাধিক বার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে পালং থানার অফিসার ইনচার্জ (ওসি)হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 


Side banner
Link copied!