সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) শহরের প্রাণ কেন্দ্র মুজিব সড়কে অবস্থিত সবুজ কানন স্কুল এন্ড কলেজ চত্বরে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো . মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিধি সবুজ কানন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানটি অলংকিত করেন।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার,জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও অভিভাবক সদস্য মো.ময়নুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা অফিস স্টাফ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী,ছাত্র- ছাত্রী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :