• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে চতুর্থ দিনের শুনানি চলছে আপিল বিভাগে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:২৫ পিএম
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে চতুর্থ দিনের শুনানি চলছে আপিল বিভাগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে আপিল বিভাগে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে জামায়াতে ইসলামীর মহাসচিবের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২৩ অক্টোবর এই মামলার তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে ইন্টারভেনর হিসেবে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী বক্তব্য দেন। ২২ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানিতে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ড. শরীফ ভূঁইয়া। আর ২১ অক্টোবর শুরু হয়েছিল প্রথম দিনের শুনানি।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচজন আপিল করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল ঘোষণা করে।

এর পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা এ রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই শুনানির ওপর সারাদেশের নজর রয়েছে।


Side banner

আইন আদালত বিভাগের আরো খবর

Link copied!