• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:২২ পিএম
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জ্বালানিবাহী ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যাওয়ার পর স্থানীয়রা রাস্তায় ছড়িয়ে পড়া তেল সংগ্রহের চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে যায় আশপাশের বহু মানুষ।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বিস্ফোরণের সময় যারা তেল সংগ্রহ করছিলেন, তাদেরই বেশিরভাগ প্রাণ হারিয়েছেন।”

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে। তিনি বলেন, “দুঃখজনক এই ঘটনায় ব্যস্ত মহাসড়কটিতে তীব্র যানজট তৈরি হয়েছে।”

উল্লেখ্য, নাইজেরিয়ায় সড়কের বেহাল দশা এবং পুরোনো, রক্ষণাবেক্ষণহীন যানবাহনের কারণে প্রায়ই জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।


Side banner
Link copied!