• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

বহুলী ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৯:২৫ এএম
বহুলী ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ হোসেন এঁর দলীয় সকল পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ইতি পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় ।

 

সিরাজগঞ্জ সদরে জাতীয়তাবাদী দল বহুলী ইউনিয়ন বিএনপি'র পদধারী হয়েও ক্ষমতাশীল আওয়ামীলীগকে পরাজিত করে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় লাভ করেন ফরহাদ হোসেন।

 

সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ফরহাদ হোসেন একমাত্র বিএনপি'র নেতা হয়েও ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 

 

এই বিজয় ছিল তার সততা স্বচ্ছতা দক্ষতা ন্যায় পরায়ন ও ভালবাসার নিদর্শন । স্বৈরশাসক আওয়ামীলীগের দুর্নীতিবাজ প্রভাবশালী নেতারা তার সততার স্বচ্ছতার কাছে হেরে যায়। দলমত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ তাকে বিপুল ভোটে বিজয় করেন।

 

তাকে পরাজিত করতে সদর-কাজিপুর-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি জেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন ফরহাদ হোসেন এর বিজয়ের সফলতাকে ধামাচাঁপা দিতে ষড়যন্ত্র করেছিল কিন্তু স্থানীয় বহুলীবাসির বাধার মুখে সব অপচেষ্টা ধুলিসাৎ হয়ে পড়ে।

 

 

ফরহাদ হোসেন এর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় সকল পদথেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

 

বহিষ্কারাদেশ পত্র সুত্রে জানা যায় , ফরহাদ হোসেন ফ্যাসিবাদ দোসরদের সাথে কোন রকম আঁতাত ও দলীয় কোন শৃঙ্খলা ভঙ্গ করবেন না। 

 

যদি কখনও বা ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা বিএনপি সিরাজগঞ্জের দফতর সম্পাদক ভানভীর মাহমুদ পলাশ বৃহস্পতিবার ৬ নভেম্বর-২০২৫ ইং ফরহাদ হোসেন এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের একটি বার্তা প্রেরণ করেছেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!