নবীজি হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীক নিয় কুরুচিপূর্ণ মÍব্যর অভিযাগ কোটির গাঁওয়ের তরুণী ফাবিহা আক্তারের ফাসির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় শহরের কোর্ট পয়েন্ট এলাকায় হবিগঞ্জ সংগ্রাম পরিষদর উদ্যাগে ওলামা-মাশায়খ, মুসল্লি মাদ্রাসা মসজিদের শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাজারো জনতা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনর সভাপতি আল্লামা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা গুরুতর অপরাধ এবং তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তিনি বলেন, এটি কোন বিছিন ঘটনা নয়। দেশে এক অরাজক পরিস্তিতি সৃষ্টি করতে একটা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে চায়।
এতে করে ঘোলা পানিত মাছ শিকার করতে চায়। তিনি বলেন সরকারের কাছে জোর দাবি জানিয় ফাবিহা আক্তারের মত অসংখ্য ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চায়।
আপনার মতামত লিখুন :