• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ডাকাতি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৭ পিএম
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে বাস ডাকাতির ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাত দলের সদস্যরা গাড়িচালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে ২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


ভুক্তভোগীরা জানান, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির করে ডাকাত দলের ৭-৮ জন সদস্য।

তারা আরও জানান, ডাকাতরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানটি ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন , সন্তোষপুরে ইকোপার্কের কাছে বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছাই। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।


Side banner
Link copied!