ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটকদের মধ্যে ছয়জন নারী, চারজন শিশু ও তিনজন পুরুষ রয়েছে। পুরুষরা হলেন—উপজেলার তালসার গ্রামের ইনামুল মণ্ডলের ছেলে সাজেদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতী থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রাব্বি (২৫)।
এমদাদুর রহমান বলেন, মহেশপুর ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে ১৩ জনকে আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিন অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যদের মহেশপুর থানার সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :