• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

চুনারুঘাট ভেজাল কীটনাশক তৈরি ও বিক্রি করায় তিন ব্যবসায়িকে কারাদন্ড ও জরিমানা


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৭ পিএম
চুনারুঘাট ভেজাল কীটনাশক তৈরি ও বিক্রি করায় তিন ব্যবসায়িকে কারাদন্ড ও জরিমানা

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে কীটনাশক মজুূদ,বিভিন্ন দ্রব্য সামগ্রী মিশিয়ে নিজেরা ভেজাল  কীটনাশক তৈরি করে  বাজারে বিক্রি করার অভিযোগে তিন প্রতারক ব্যবসায়ি প্রত্যেক কে এক মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

তারা হলো চুনারুঘাট উপজেলার সানখোলা ইউনিয়নের উত্তর ঘোরামিগ্রামেরমৃত আব্দুস ছামাদ মিয়ার পুত্র সাব-ডিলার জামাল হোসেন, একই গ্রামের -মো: ফরিদ মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম ও মৃত সমোজ আলীর ছেলে আলমগীর হোসেন। তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায় উল্লেখিত ব্যবসায়িরা অবৈধভাবে কীটনাশক মজুূদ, বিভিন্ন দ্রব্য সামগ্রী মিশিয়ে নিজেরা কীটনাশক তৈরি করে  বাজারে বিক্রি করতো। 
আজ রোববার দুপুরে শাহজিবাজার আর্মি ক্যাম্প কর্তৃক ক্যাম্প কমান্ডার অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত স্থানীয় প্রশাসন প্রতিনিধি ইউএনও,কৃষি অফিসার,পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার।


Side banner
Link copied!