শরীয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বাত ব্যথা রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।আজ ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে বাত ব্যথা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।এ সময় রোগীদের ফ্রি চিকিৎসা সেবার সাথে বিনামূল্যে ব্যবস্থাপত্র ঔষধ প্রদান করা হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর নড়িয়া সখীপুর ২ আসনের বাংলাদেশ জামাত ইসলামি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল এর সৌজন্যে দিনব্যাপী বাথ ব্যথা রোগীদের জন্য বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ ৫০ জন ডাক্তার দ্বারা প্রায় ৫ হাজার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। শরীয়তপুর নড়িয়া সখিপুর ২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজে বিনামূল্যে ঔষধ সহ বিশেষজ্ঞ অর্ধশতাধিক ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।আমাদের ১৩ তম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে।মাঠে শুধু বৃদ্ধ বয়স্ক বাত ব্যথা রোগীদের ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এছাড়াও কলেজ ভবনে শিশু রোগীদের ওষুধ সহ চিকিৎসা সেবা দিচ্ছি।বিশেষজ্ঞ গাইনি ডাক্তার দ্বারা গাইনি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫০০০ রুগীদের বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা দিতে পেরেছি ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :