চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে শিশু বৃদ্ধা অবলা নারীসহ একটি পরিবার।
সরেজমিনে জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদি শান্তিনগর বাজার সংলগ্ন মজিদ প্রধানিয়া বাড়ির প্রবাসী হেলাল প্রধানদের সাথে একই বাড়ির বিল্লাল প্রধানদের জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এরই মধ্যে ঐ মৌজার জরিপ কাজ চলছে, আর সেই জরিপে বিল্লালদের রেকর্ড করতে চাওয়া কিছু সম্পত্তিতে আপত্তি করেন হেলাল রা।
এদিকে পূর্ব হতেই বিল্লালরা হেলালদের চলাচলের পথ রেখে চারিদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখলেও জরিপে আপত্তি দেয়ার কারণে চলাচলের পথ টুকুও বন্ধ করে দেয় বিল্লাল রা।
প্রায় সপ্তাহ ব্যাপি চলাচলের পথ বন্ধ রাখায় বিপাকে পরেছে বাড়ির অসুস্থ বৃদ্ধা শিশু ও অবলা নারীরা আর পুরুষরা ভয়ে বাড়ির বাহিরে রয়েছে।
এবিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে বলে জানান হেলালের ছোট ভাই।
পথ বন্ধ করার বিষয়ে বিল্লাল ও তার ছেলে আকিব বলেন, তারা আমাদের জরিপ কাজে বেড়া দিয়েছে, আমরা তাদের বাড়ির পথে বেড়া দিয়েছি। জরিপের বেড়া তুলে দিলে পথের বেড়া তুলে দিবো। নয়তো কারো কথায় আমরা বেড়া তুলবো না।
আপনার মতামত লিখুন :