• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০১:৩৮ পিএম
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ ভ্যানযাত্রী নিহত

মাদারীপুরের সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!