• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

শরীয়তপুরে চাঞ্চল্যকর শিশু নিবির হত্যা মামলায় ২ জনের ফাঁসি ১ জনের ২১ বছর কারাদন্ড


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৩৮ পিএম
শরীয়তপুরে চাঞ্চল্যকর শিশু নিবির হত্যা মামলায় ২ জনের ফাঁসি ১ জনের ২১ বছর কারাদন্ড

শরীয়তপুর সদও উপজেলার খিলগাও এলাকায় চাঞ্চল্যকর শিশু নিবির হত্যা মামলায় রায় ঘোষনা করা হয়েচে। রায়ে ২ জন কে ফাসির আদেশ ও একজন কে ২১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শরীয়তপুর এর বিচারক । আজ দুপুর ১টায় নারী ও শিশু র্নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন। 

ফাসির রায় হওয়া আসামীরা হলেন সিয়াম সরদার ও সাকিল গাজি। অপর আসামী হলেন শিশু তুহিন গাজি তিনটি ধারায় তাকে ২১ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।  

 

মামলার বিবরনে জানা যায় ,২০২৩ সালের ৩১ জুলাই বিকেল ৪ টায় শরীয়তপুর সদর উপজেলার খিলগাও গ্রামের মনির খানের ছেলে শিশুকানন কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নিবির খান (১১) কে অপহরন করে আসামীরা। অপহরণের পর মা নিপা আকতারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দেয়ায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাকের সাথে বেধে টেনে হেচড়ে নিয়ে আলী হোসেন কাজির বাড়ির পিছনে ইট ভাটার নিকট গর্ত করে বালু চাপা দিয়ে লাশ লুকিয়ে রাখে। 

এ ঘটনায় পরদিন ভিকটিম নিবিরের দাদা মমিন আলী খা বাদী হয়ে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।। পালং মডেল থানার পুলিশ মোবাইল ট্যাকিং করে আসামীদের সনাক্ত করে একে একে ৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলো সিয়াম, তুহিন গাজী ও শাকিল গাজী। আটক তিন জনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আলী হোসেন কাজীর বাড়ির পিছনের একটি ইটভাটার গর্ত থেকে নিবিরের লাশ উদ্ধার করে। দীর্ঘ দিন পর স্বাক্ষী প্রমানের ভিত্তিতে আজ মঙ্গলবার বিচারক আসামী সিয়াম সরদার ও সাকিল গাজির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় মৃত্যুদন্ডাদেশ ও ১ লাখ টাকা করে জরিমানা ,অপর আসামী তুহিন গাজিকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করে শিশু আইনে পর্যায় ক্রমে ৫ বছর ৬ বছর ও ১০ বছর সহ মোট ২১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে বাদী পক্ষ সন্তোষ্টি । আসামী পক্ষ সন্তোষ্ঠ হতে পারেনি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।  

নিহত শিশু নিবির খানের মা নিপা আক্তার বলেন, এ রায়ে আমি খুশি হয়েছি। তবে দ্রুত সময়ের মধ্যে এ রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।  

মামলাটি পরিচালনা করেছেন সরকার পক্ষে নারী ও শিশু পিপি এড. কামরুল হাসান বলেন , এ রায়ে আমরা অত্যান্ত খুশি হয়েছি। আমরা চাই দ্রুত এ রায় কার্যকর করা ইউক । আর এ রায় কার্যকর হলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। 

আসামী পক্ষের , এড. তৌহিদ হোসেন বলেন, এ মামলার রায়ে আমাদের আসামীরা ন্যায় বিচার পায়নি। আসামীরা উচ্চ আদালয়ে আপিল করবেন।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!