• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কলেজ শিক্ষক হত্যায় দুই তরুণ গ্রেফতার, আদালতে হত্যার দায় স্বীকার


FavIcon
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ১, ২০২০, ০৯:৪৭ পিএম
কলেজ শিক্ষক হত্যায় দুই তরুণ গ্রেফতার, আদালতে হত্যার দায় স্বীকার


নড়াইলে কলেজ শিক্ষক অরুণ রায় হত্যায় দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদরের বেনাহাটি গ্রাম একজনকে এবং শনিবার (৩১ অক্টোবর) যশোরের বাঘারা উপজেলার জামদিয়া ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে অন্য তরুণকে গ্রেফতার করা হয়। পরে ওই তরুণরা আদালতে ১৬৪ ধারায় হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রবিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।গ্রেফতার দুই তরুণরা হলেন- বেনহাটি গ্রামের নরোত্তম দত্তের ছেলে রাজু দত্ত (১৮)। সে একাদশ শ্রেণি ছাত্র। অন্যজন হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের দোগাছি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে দিপু বিশ্বাস। দিপু আলম সাধুর চালক।পুলিশ সুপার বলেন, এই হত্যার পেছনে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। শনিবার নিহতের বাড়ির পূর্ব পার্শ্বের একটি ডোবা থেকে চাবির ছড়া (এতে ২১টি চাবি ছিল), বাড়ির ফল কাটা ছুরি এবং অরুণ রায়ের ব্যবহৃত একটি টুপি উদ্ধার করা হয়েছে। এছাড়াও হত্যার আলামত হিসেবে হত্যার সময় নিহতের ব্যবহৃত চেয়ার, রাজু ও দিপুর ব্যবহৃত কাপড়, গেঞ্জিসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করা হয়েছে।রবিবার সকালে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. জাহিদুল আজাদের আদালত দিপুর এবং শনিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. মোরশেদুল আলমের আদালত রাজুর জবানবন্দি গ্রহণ করেন।উল্লেখ্য, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে নড়াইল সদর থানা পুলিশ সদর থানার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ রায়ের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৪ অক্টোবর নিহতের স্ত্রী নিভা রাণী পাঠক বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 


Side banner
Link copied!