• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

চুয়াডাঙ্গায় ভুয়া নবাবের শ্যালক জনি গ্রেফতার


FavIcon
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২০, ১২:৪৯ পিএম
চুয়াডাঙ্গায় ভুয়া নবাবের শ্যালক জনি গ্রেফতার

বর্তমান সময়ের আলোচিত নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী প্রতারক হাসান আসকারির শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের ১নং পানির ট্যাঙ্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উদ্দীন জনি (৩০) চুয়াডাঙ্গা সবুজপাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর ছেলে।জানা যায়, হাসান আসকারি ২০০৮ সালে চুয়াডাঙ্গার সবুজপাড়ায় হাতেম আলীর মেয়ে মেরিনা আক্তারকে বিয়ে করেন। এই সম্পর্কের পর থেকে হাসান আসকারির প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন শ্যালক জনিও। এদিকে, মেরিনা আক্তার ২০১৭ সালে নিজের নাম বদলে সাহেদা হেনা আসকারি হিসেবে জন্মনিবন্ধন সনদ নিয়েছেন।পুলিশ জানায়, প্রতারক হাসান আসকারির বিরুদ্ধে প্রতারণার বিষয়টি সামনে এলে তার বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। কয়েক দিনের চেষ্টার ফলে অবশেষে প্রতারক হাসান আসকারির শ্যালককে গ্রেফতার করাসহ আরো কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।হাসান আসকারি চুয়াডাঙ্গা সবুজপাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর জামাতা। ফলে, ভুয়া নবাবের প্রতারণার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গার কে কে জড়িত আছে তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।হাসান আসকারির শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান।

 

 


Side banner
Link copied!