• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জীবননগরে দিন দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতি


FavIcon
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ০৫:৫৯ পিএম
জীবননগরে দিন দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দিন দুপুরে মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত তিনজন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে প্রায় ৯ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।রবিবার দুপুরে একটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটিতে অবস্থান নিয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।উথলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ব্যাংকটি উপজেলার উথলী ইউনিয়নের উথলী বাজারে অবস্থিত। দুপুরে বাজারটি জনশূন্য হয়ে পড়ে। এ সময় ব্যাংকে কোনো গ্রাহক থাকে না। বিরতির ফাঁকে ব্যাংকের স্টাফরা নামাজ ও লাঞ্চসহ ক্যাশিয়াররা ক্যাশ মিলানোর কাজে ব্যস্ত থাকেন। দুপুর ১টার দিকে গ্রাহক সেজে তিনজন ডাকাত ব্যাংকে প্রবেশ করে। ডাকাত সদস্যদের মাথায় হেলমেট পরা ছিল। ব্যাংকে প্রবেশ করে প্রথমে তারা ব্যাংকের গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ব্যাংকের প্রবেশদ্বার বন্ধ করে দেয়। ডাকাতদল অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৯ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পুলিশ ব্যাংকের ভেতর হতে একটি কার্তুজ উদ্ধার করেছে।খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এএসপি (সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ইউএনও এসএম মুনিম লিংকন ও ওসি সাইফুল ইসলামসহ প্রশাসন, পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করেছেন।ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, ঠিক কত টাকা লুট হয়েছে তা সঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, এটি একটি ছিনতাইয়ের ঘটনা। পাঁচজনের অধিক হলে ডাকাতি এবং তিনজনের মধ্যে হলে ছিনতাই হিসেবে ধরা হয়। সে হিসেবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনো করা হচ্ছে।

 


Side banner
Link copied!