
নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে দাযের করা মামলায় বিল্লাল শেখ(২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চাচই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মারাত্বক অসুস্থ হয়ে পড়া ওই গৃহবধূকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ভূক্তভোগী জানায়, অভিযুক্ত বিল্লাল শেখ(২৮) কয়েক মাস আগে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী এলাকার ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। এক পর্যায়ে ধর্ষণের শিকার ওই নারী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি বিল্লালকে জানান। গত ২০ নভেম্বর বিল্লাল নির্যাতিত নারীকে লোহাগড়ায় এক ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে নিয়ে জোরপূর্বক গর্ভপাত করান। পরে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :