• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ী সীমান্তে অস্ত্রসহ গুলি ও মাদক উদ্ধার


FavIcon
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০, ০৭:১২ পিএম
ফুলবাড়ী সীমান্তে অস্ত্রসহ গুলি ও মাদক উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এক মাদক চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে চার রাউন্ড গুলি ও একটি দেশীয় পিস্তলসহ ইয়াবা, গাঁজা উদ্ধার করেছে।কাশিপুর ক্যাম্পের বিজিবি জানায়, লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকের নেতৃত্বে উপজেলার অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় গোপন খবরে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৭ এর সাব পিলার ৫ এস থেকে তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় এক মাদক চোরাকারবারির বাড়িতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলে পালিয়ে যায়।এ সময় মাদক চোরাকারবারি ফজলে রহমানের বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ভারতীয় ৪৩৪ পিস ইয়াবা ও আট কেজি গাঁজা জব্দ করে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। ফজলে রহমান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে হাবিলদার রফিকুল ইসলাম বাদি হয়ে পলাতক চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ফজলে রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা করা হয়েছে।

 


Side banner
Link copied!