• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিংগাইরে ভিপি মিরু হত্যাকাণ্ডে জড়িত আসামি আঙ্গুর মোল্লা গ্রেফতার


FavIcon
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৮:৫৮ পিএম
সিংগাইরে ভিপি মিরু হত্যাকাণ্ডে জড়িত আসামি আঙ্গুর মোল্লা গ্রেফতার
সিংগাইরে ভিপি মিরু হত্যাকাণ্ডে জড়িত আসামি আঙ্গুর মোল্লা গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন মিরু (২৬) হত্যাকাণ্ডে জড়িত মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মো: জালাল উদ্দিন ওরফে আঙ্গুর মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন জানিয়েছেন।বুধবার দিবাগত গভীর রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানা পুলিশের একটি টিম ঢাকা জেলার ধামরাই পৌর এলাকার এক বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আঙ্গুর মোল্লা সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে ধুনাই মোল্লার ছেলে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় থানা পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে।এ দিকে ভিপি মিরু হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা সদরসহ ১১ ইউনিয়নে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ব্যানারে প্রায় প্রতিদিনই প্রতিবাদসভা ও মানববন্ধন পালিত হচ্ছে।উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ মার্চ দিবাগত রাত ১টার দিকে ভিপি ফারুক হোসেন মিরু উপজেলা চত্বর সংলগ্ন বিএডিসি গোডাউনের উত্তর পাশের রাস্তায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়।


 


Side banner
Link copied!