• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

জবি শিক্ষার্থীদের দাবি মানার প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:১৩ পিএম
জবি শিক্ষার্থীদের দাবি মানার প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে যৌক্তিক সব দাবির সঙ্গে একমত হয়েছেন তিনি। সোমবার (১১ নভেম্বর) বিকালে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে এ আশ্বাস দেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।


আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, বাস্তবতা হলো, আমরা তিন দিনের মধ্যে আবাসিক হল করে দিতে পারব না। কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারি। এ জন্য আমাদের বসতে হবে। আমরা তিন দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর করব। যেভাবে দেওয়া যায় সেই কাজ করব।

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে যাননি উল্লেখ করে মো. নাহিদ ইসলাম বলেন, আমাদের একটাই কষ্ট এখনও শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বৈরাচার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা (অগ্রাধিকার ভিত্তিতে হল) এবং বাকি ১১ একর জমি অবিলম্বে অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করা।


Side banner
Link copied!