
গেল বছরের জুলাই-আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
আজ সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে শাখা ছাত্রদলের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ ও ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগকর্মীদের সাময়িক বহিষ্কার করলেও এখন পর্যন্ত তাদের তালিকা প্রকাশ করেনি। এমনকি তাদের বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত করেনি। এসব নিষিদ্ধ ছাত্রলী কর্মী এখনো হলে অবস্থান করছে এবং ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুত তাদের বিচারের দাবি জানাচ্ছি।তিনি আরো বলেন, ‘জাকসু নির্বাচন সামনে। এই নিষিদ্ধ ছাত্রলীগকর্মীরা যখন ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে?’
আপনার মতামত লিখুন :