
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘কর্মসংস্থানের জন্য শিক্ষা : শিক্ষা ও শিল্পের মধ্যে ব্যবধান পূরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ এবং শিল্প খাতের পেশাজীবীসহ ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ/ইএমবিএ প্রগ্রামের পরিচালক অধ্যাপক ড. নাজলি সিদ্দিকী।তিনি বাস্তবমুখী শিক্ষা এবং শিল্পকেন্দ্রিক সেমিনারের গুরুত্ব তুলে ধরেন, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউয়ের উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের স্থানীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফরমে দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম।তিনি চাকরিমুখী শিক্ষার গুরুত্ব পুনরায় তুলে ধরেন।
সেমিনারে শিল্প খাতের অতিথিদের মধ্যে ছিলেন এবিসি গ্রুপের করপোরেট এইচআর ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক মেজর (অব.) এন এ এম নিয়ামুল ইসলাম এবং বেবিলন গ্রুপের হেড অব কমপ্লায়েন্স ও এইচআর মো. আতিকুল ইসলাম অপু। তারা বাস্তবভিত্তিক শিক্ষা, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, এবং যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের সমাপ্তি বক্তব্য দেন এইচআরপিএসবির প্রতিষ্ঠাতা সভাপতি ও এমবিএ/ইএমবিএর ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক মোহাম্মদ খসরো মিয়া।তিনি অভিযোজনযোগ্যতা, ধারাবাহিক শিক্ষা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির টেকসই সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এনএসইউয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, এইচআরডিএসবির গভর্নিং বডি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতির জন্য একটি কার্যকর প্ল্যাটফরম হিসেবে বিবেচিত হয়েছে।
আপনার মতামত লিখুন :