• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

অপরিকল্পিত উন্নয়ন বন্ধে জাবি ছাত্রদলের স্মারকলিপি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:১২ এএম
অপরিকল্পিত উন্নয়ন বন্ধে জাবি ছাত্রদলের স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অপরিকল্পিত সুউচ্চ ভবন নির্মাণ বন্ধ ও অতিথি পাখির চলাচলের পথ রক্ষায় পরিবেশবান্ধব মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় যত্রতত্র উঁচু ভবন নির্মাণের কারণে অতিথি পাখির যাতায়াতে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে প্রতি বছর শীতকালে ক্যাম্পাসে যে বিপুল সংখ্যক অতিথি পাখি আগমন করত, তা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, অবকাঠামোগত উন্নয়নের নামে ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। অতিথি পাখির আবাস ও চলাচলের পথ সংরক্ষণে কোনো পরিকল্পনা না থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে।

ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, একটি সুস্পষ্ট ও পরিবেশসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়ন না হওয়া পর্যন্ত যেসব এলাকায় এখনও পাখির চলাচল রয়েছে, সেসব স্থানে ভবন নির্মাণ আপাতত স্থগিত রাখা হোক।

উল্লেখ্য, অতিথি পাখির জন্য খ্যাত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবছর শীতকালে হাজারো পাখি আসে।তবে সাম্প্রতিক বছরগুলোতে পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।


Side banner
Link copied!