• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:২১ এএম
রাবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

গতকাল সোমবার (১২ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে তুলে নিয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হস্তান্তর করেন তারা।জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের ওই কর্মীর নাম অরিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন।রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি রাজশাহী এলেও ক্লাসে অংশগ্রহণ করেননি। কিন্তু রাতে ক্যাম্পাসে প্রবেশকালে তাকে আগে থেকে অনুসরণ করে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

 

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা।আমরা উভয়পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ করছি।’

 

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহিদুল আলম বলেন, ‘আমাদের একজন ছাত্রকে পুলিশে সোপর্দ করার খবর শুনেছি। কিন্তু পরিচয় এখনো জানতে পারিনি। ওই ছাত্র কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না আমি জানি না।বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে জানতে পারব।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই ছেলে ছাত্রলীগের রাজনীতি করত। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন সে থানায় আছে।ক্যাম্পাস থেকে একজন শিক্ষার্থীকে এভাবে তুলে নিয়ে থানায় সোপর্দ করার এখতিয়ার কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীর আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটার জবাব আমি এখন দিতে পারব না। তবে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ তাদের সহযোগিতায় ওই ছেলেকে থানায় সোপর্দ করা হয়েছে।’


Side banner
Link copied!