• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়ছে পাঁচ হাজার কিউবান ভাড়াটে সেনা


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:২১ পিএম
ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়ছে পাঁচ হাজার কিউবান ভাড়াটে সেনা

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়ছে অন্তত পাঁচ হাজার কিউবান ভাড়াটে সেনা। ওয়াশিংটন জানিয়েছে, এ বিষয়ে তাদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জাতিসংঘে কিউবাকে বর্জনের আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পশ্চিমা যন্ত্রাংশ ব্যবহৃত হচ্ছে। তার দাবি, এসব অস্ত্রের এক লাখেরও বেশি অংশ এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে। এসব সরবরাহ বন্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করছে কিয়েভ।

এদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নিঝনি নভগোরদ অঞ্চলের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে তেল টার্মিনাল ও সেনা ঘাঁটিতে। পাল্টা হামলায় রুশ বাহিনী ইউক্রেনের খারকিভ, সুমি, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে বোমা ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় একাধিক নিহত ও আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের ভয়াবহতা নতুন মাত্রায় পৌঁছেছে।


Side banner
Link copied!