
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয়েছে। এ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, তাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে।
বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন,
“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে—মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায়, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের কাছে আহ্বান জানাই—ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যেতে।”
এর আগে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, গাজার দিকে যাত্রা করার সময় তাদের বহরে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজ আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সেনারা অন্তত দুটি নৌকায় উঠে পড়েছে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তাদের বহরটি গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছিল। এটি সেই একই অঞ্চলের কাছাকাছি, যেখানে সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনী তাদের আরেকটি ত্রাণবহর আটক করেছিল।
জানা গেছে, নতুন এই ফ্লোটিলায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান রয়েছে। এতে অংশ নিয়েছেন শতাধিক মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবী। বাংলাদেশের শহিদুল আলম ছিলেন ‘কনশান্স’ নামের জাহাজে অবস্থানরতদের একজন।
আপনার মতামত লিখুন :