• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

পাকিস্তানের দাবি ১৯ আফগান পোস্ট দখল


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:০০ পিএম
পাকিস্তানের দাবি ১৯ আফগান পোস্ট দখল

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের ভয়াবহ সংঘাত শুরু হয়েছে। উভয় দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, তারা সীমান্তের অন্তত ১৯টি আফগান পোস্ট দখল করেছে এবং কয়েকটি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

তবে আফগান তালেবান প্রশাসন এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাল্টা অভিযানে তারা পাকিস্তানের বহু সেনাকে হত্যা ও আহত করেছে এবং কয়েকটি পাকিস্তানি পোস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আফগান পক্ষ আরও অভিযোগ করেছে, পাকিস্তানি বাহিনী সীমান্তে শতাধিক গোলাবর্ষণ চালিয়েছে, যা সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক আতঙ্ক সৃষ্টি করেছে।

সংঘাতের সূত্রপাত ঘটে গত ১০ অক্টোবর, যখন পাকিস্তানি বিমানবাহিনী আফগান রাজধানী কাবুলে টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ওই হামলার পরই সীমান্তজুড়ে গোলাগুলি ও পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু হয়।

তীব্র সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাণিজ্যিক কার্যক্রম ও যাতায়াত বন্ধ হয়ে গেছে। উভয় দেশের বর্ডার পয়েন্টে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল—বিশেষ করে কাতার, সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ—তাৎক্ষণিক সংযম ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

তবে দুই দেশের পক্ষ থেকেই ভিন্ন দাবি আসায় সংঘর্ষে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


Side banner
Link copied!