
মেক্সিকোতে পরপর দুটি মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর তাণ্ডবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন, নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুর্যোগ দপ্তর জানিয়েছে, প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভূমিধস ও গাছপালা উপড়ে পড়ায় বহু বাড়িঘর ধসে পড়েছে। ঝড়ো বাতাসে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা এই দুর্যোগে শুধু ভেরাক্রুজেই ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর থেকেই সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ দপ্তর উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্স (টুইটার) পোস্টে জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। “কেউ বাদ যাবে না,” আশ্বাস দিয়েছেন তিনি।
সরকারি হিসাব অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ৫৫টি শহরের প্রায় ১৬ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
আপনার মতামত লিখুন :