• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্যারিস্টার মামুনকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি প্রার্থী করার দাবি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:০৫ পিএম
ব্যারিস্টার মামুনকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি প্রার্থী করার দাবি

দেশের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী করার দাবি জানিয়েছেন ঢাকায় অবস্থানরত বৃহত্তর কুমিল্লা অঞ্চলের আইনজীবীরা। গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ও সমমনা আইনজীবীদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের তরুণ চত্বরে এই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে প্রার্থী করার দাবি জানিয়ে বলেন, ব্যারিস্টার মামুন আইনপেশায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রধান আইনজীবী হওয়ায় তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছেন। ব্যারিস্টার মামুন সভাপতি নির্বাচিত হলে সুপ্রিম কোর্ট বারের মর্যাদা বৃদ্ধি পাবে।

 

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকায় কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান।


Side banner
Link copied!