• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রাজশাহীর সাবেক ২ উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:২৮ পিএম
রাজশাহীর সাবেক ২ উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তারা হলেন তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি পৃথক দুটি আবেদন করেন।ওই আবেদনে বলা হয়েছে, সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।


Side banner
Link copied!