• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

১৪ দলীয় জোটের বাকি দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:২৩ পিএম
১৪ দলীয় জোটের বাকি দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী ১৪ দলীয় জোটভুক্ত জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ সব দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।

সোমবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রদানকারীর আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান। 

তিনি বলেন, ‘নোটিশটি পাঠিয়েছেন হোসেন মো. আনোয়ার।তিনি এনসিপির একজন কর্মী।’

 

নোটিশে বলা হয়েছে, টানা ৩৬ দিনের আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও ১৪ দলীয় জোটভুক্ত অন্য কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি।অথচ, আওয়ামী লীগের শাসনামলে এই জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল সক্রিয় থেকে একই অপরাধ করেছে। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যায়, তাহলে ১৪ দলীয় জোটভুক্ত অন্য দলগুলোকে কেন নিষিদ্ধ করা হবে না?’

 

১৪ দলীয় জোটকে সন্ত্রাসী জোট ঘোষণার দাবি জানানোর পাশাপাশি নোটিশদাতার অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে নোটিশে। না নিলে নোটিশদাতা হাইকোর্টে রিট করবেন বলে জানান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।


Side banner
Link copied!