• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে


FavIcon
খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০, ০৭:৫৬ পিএম
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে


তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চায় না। সোমবার সকালে রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ এর উদ্বোধনকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী বলেও উল্লেখ করেন মন্ত্রী।এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেইসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেন। তিনদিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন শিল্প আরো বিকশিত হবে মনে করছেন আয়োজকরা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।


Side banner
Link copied!