• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাপুলের পক্ষে রিট করে পদ খোয়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৯, ২০২১, ১০:৪৫ এএম
পাপুলের পক্ষে রিট করে পদ খোয়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন লিটনক

সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের পক্ষে হাইকোর্টে রিটকারী লক্ষ্মীপুরের রায়পুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।পদ খোয়ানো লিটন উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন।দলীয় সূত্র জানায়, লিটন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে উপজেলা কমিটির জরুরি বৈঠকে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানায়, লক্ষ্মীপুর-২ আসনে পাপুলের এমপি পদ রক্ষার জন্য সম্প্রতি তাঁর বোন নুরুন্নাহার বেগম ও লিটন হাইকোর্টে রিট করেছিল। আসনটি শূন্য ঘোষণাকে অবৈধ এবং পাপুলের এমপি পদ বহাল রাখতে রিটটি করা হয়েছিল। শুনানির পর সোমবার আদালত রিটটি খারিজ করে দেয়।পাপুলের পক্ষ নেওয়ার কারণেই লিটনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে লিটন পাপুলের প্রস্তাবকারী ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন আহমেদ বাবু, মুরাদ হোসেন মিয়াজী ও মো. জামাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লিটনকে অব্যাহতি দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে শাহাদাত হোসেন লিটন বলেন, অব্যাহতির কাগজ আমি হাতে পাইনি। কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাও জানানো হয়নি। এমনকি আমাকে শোকজও করা হয়নি।প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে ২১ জুন উপ-নির্বাচন হবে ইভিএমে। এখানে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির শেখ ফায়িজ উল্যা শিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুয়েতে গ্রেপ্তার এ আসনের এমপি পাপুল সাজা হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল।


Side banner
Link copied!