• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

“৭ রাজনৈতিক দল ঢাকার ডিসিকে স্মারকলিপি: পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবি”


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:৩১ পিএম
“৭ রাজনৈতিক দল ঢাকার ডিসিকে স্মারকলিপি: পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবি”

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনে পারস্পরিক নির্বাচনী ন্যায্যতা নিশ্চিতসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল। রোববার (১২ অক্টোবর) সকালেই ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন জামায়াত ইসলামী মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রীক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টি তাদের প্রতিনিধি পাঠিয়ে আলাদা স্মারকলিপি জমা দেন।

বুলবুল বলেন, কোনও দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র হলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি জাতীয় নির্বাচন আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন এবং প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর জোর দেন।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি হিসেবে রয়েছে—জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগের নিশ্চয়তা, দুর্নীতি ও জুলুম-নির্যাতনের বিচার, এবং স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!