
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী সময়ের নাশকতা ও ভাঙচুরের মামলায় অব্যাহতি পেয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাদের পক্ষে আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটে। এরপর পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ।
দীর্ঘ সাত বছর পর মামলার নিষ্পত্তিতে স্বস্তি পেয়েছেন মির্জা আব্বাস দম্পতি। আদালত থেকে বেরিয়ে মির্জা আব্বাস বলেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। আমরা শুরু থেকেই নির্দোষ ছিলাম।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে জনগণের আস্থা ফিরবে।”
আপনার মতামত লিখুন :