• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতির ইস্যু আগামী সংসদের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিন: মির্জা ফখরুল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০২:১৮ পিএম
পিআর পদ্ধতির ইস্যু আগামী সংসদের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণই রায় দিবে। সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা চেষ্টা করা হচ্ছে, যদিও তা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা লক্ষ্য করা যায়।”

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করা স্পষ্ট নয়। তিনি বলেন, “এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবে।”

এর আগে রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের একমাত্র লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা। তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল এ পদ্ধতি নিয়ে আন্দোলন করছে, যার উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা এবং জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া থামানো। জনগণ এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু মেনে নেবে না।”


Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!