
নারীদের টি-টোয়েন্টি শুরুর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কেপটাউনে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে বেশ আগেই দক্ষিণ আফ্রিকায় গেছে নিগার সুলতানা জ্যোতির দল। কেপটাউনে হয়েছে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প। এর আগে কেপটাউনে একটি আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজেই জয় তুলে নেয় টাইগ্রেসরা।
আগামী ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ মিশন। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে জ্যোতিরা। সবশেষ নিউজিল্যান্ড সফরে দলের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। অনুশীলনে তাই বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে ব্যাটিংয়ে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ অক্টোবরে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ৯ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিল সালমা-রুমানাদের। তবে বিশ্বকাপকে সামনে রেখে আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে প্রস্তুত নিগার সুলতানারা।
৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শেষ ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাঘিনীরা। শ্রীলঙ্কার পর গ্রুপপর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আপনার মতামত লিখুন :