• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুরুতেই তামিমের বিদায়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০২:৩৭ পিএম
শুরুতেই তামিমের বিদায়
ছবি - সংগৃহীত

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১৮ মার্চ) ম্যাচের শুরুতে মাত্র ৩ রান করে স্টার্লিংয়ের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। এ ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়ের।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ যে দল নিয়ে খেলতে নেমেছিল, সে অনুযায়ী একাদশে পরিবর্তন এসেছে ৪টি। দলে ঢুকেছেন ইয়াসির আলি, হৃদয়, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।


Side banner
Link copied!