• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

মতলবে নির্বাচনি প্রচারনায় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৮:৪৭ পিএম
মতলবে নির্বাচনি প্রচারনায় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩ উপলক্ষে মতলব দক্ষিনে নির্বাচনি প্রচারনায় আসেন জেলা নেতৃবৃন্দরা । 

 

গত ১৭ নভেম্বর শুক্রবার রাত ৮টায় মতলব দক্ষিনে উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি অজিত সরকার ও সাধারন সম্পাদক বিজয় সাহা সদস্য আশিষ সরকার, বিলাশ সরকার, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিজয় বনিক প্রমুখ। এই সময় তারা কৌশল বিনিময় করেন এবং আগামী ২৫ নভেম্বর নির্বাচনে এই প্যানেলে ভোট দিয়ে নির্বাচিত করতে বিশেষভাবে অনুরোধ জানান । 

 

নির্বাচনে যারা অংশ গ্রহন করবেন তারা হলেন ব্যালট নং ১/ অজিত সরকার ৩নং জয়রাম রায় ৪ নং জামিল আহমেদ ৫নং তাপস পাল ৬ নং নবজিত চন্দ্র দাস ৭ নং নয়ন রায়। ৮ নং নাজির উদ্দিন ১০ নং পার্থ চন্দ্র বিশ্বাস ১১ নং বাবুল কর্মকার ১২নং মানিক লাল পোদ্দার ১৩ নং মানিক লাল মজুমদার ১৫ নং নাজির আহমেদ ১৭ নং মাসুদ মাল ১৮ নং মোস্তফা ফুলমিয়া ২০ নং রঞ্জন ঘোষ ২১নং সমীর বনিক ২২নং সুবল সরকার সহ আরো অনেকেই

আগামী ২৫ নভেম্বর শনিবার চাঁদপুর এলিট চাইনিজ এন্ড পার্টি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে ।


Side banner
Link copied!